Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাদ্য উৎপাদন

খাদ্য উৎপাদন

ফতেপুর ইউনিয়নের  উৎপাদিত শস্যের মধ্যে উল্লেখযোগ্য শস্য হচ্ছে ধান। ধানের পরেই পাটের স্থান। এরপরে যেসব কৃষিজাত দ্রব্যের নাম করতে হয় সেগুলো হচ্ছে মাসকলাই, মটর, ছোলা ইত্যাদি ডাল জাতীয় শস্য। তৈল বীজের মধ্যে রয়েছে  সরিষা ও তিল।  কাউন, চিনা, ধুন্দা, গম, যব জাতীয় খাদ্য শস্য  উৎপন্ন হয়। এখানকার উল্লেখযোগ্য ফল হচ্ছে ক্ষীরা । এছাড়াও আম, জাম,কাঁঠাল, পেয়ারা, নারিকেল, সুপারি, তাল, খেজুর, জাম্বুরা (বাতাবি লেবু), লেবু, তেঁতুল, কামরাঙ্গা, জলপাই, বেল, ডালিম, আতা ইত্যাদি ফলও প্রচুর পরিমানে উৎপন্ন হয়। মরিচ, পেঁয়াজ, রসুন, ধনে, আদা ইত্যাদি মসলা জাতীয় শস্য, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, উচ্ছে, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দুল, শিম, বরবটি, কাকরল, ঢেড়শ, গোল আলু, বেগুন, টমেটো ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি সবজি প্রচুর পরিমানে উৎপাদিত হয়।

 

 

১। ইউনিয়ন:             ফতেপুর।

২। ইউনিয়নের মোট আয়তন:                  ২৭.১০ ব: কি:মি। 


৩। ক) খাদ্যের চাহিদা (বার্ষিক):            ৪,৯২০ মে: টন।

    খ) খাদ্য উৎপাদন           :             ৪,৮২০    মে: টন।

    গ) খাদ্য শস্য :        ঘাটতি:              ১০০   মে: টন।

৪। মোট কৃষক পরিবার: ক) ভুমিহীন চাষী      ১৯১০     জন।

                             খ) প্রামিত্মক  চাষী     ১৯৫০      জন।

                             গ) ÿুদ্র চাষী          ১৫২০     জন।

                             ঘ) মাঝারী চাষী      ৬৭০      জন।

                             ঙ) বড় চাষী           ৫০       জন।

                        মোট কৃষক পরিবার      ৬১০০      জন।

৫। এ,ই,জেড,নং            :                      ০৯,১৬,১৯।

৬। ইউনিয়নের মোট জমির পরিমান : ক) আবাদী জমি :  ২৩০৫ হে:

                                           খ) জলাশয়      :  ৮০ হে:

                                           গ) স্থায়ী পতিত :  ৩০হে:

                                           ঘ) বসত বাড়ী   :  ২৭৫ হে:

                                           ঙ) ফল বাগান   :  ০৫ হে:

                                           চ) বন            :  ১৫ হে:

                                           ছ) মোট          : ২৭১০ হে:

৭। জমির ব্যবহার :

  *) নিট ফসলী জমি:                 ২৩০৫ হে:  ।

 

ক) এক ফসলী জমি: ৮৫০=               ৮৫০ হে: ।

খ) দুই ফসলী জমি:১৩০৫=              ২৬১০ হে: ।

গ) তিন ফসলী জমি:  ১৫০=              ৪৫০ হে: ।                

   মোট ফসলী জমি:                       ৩৯১০ হে: ।

৯) ফসলের নিবিড়তা:                      ১৭০ %

১০) সেচের আওতাধীন জমি:               ১৬০০ হে: ।

ক) গভীর নলকুপ:                               ০০  টি।

খ) অগভীর নলকুপ:                           ৩০০ টি।              

গ) এল,এল,পি    :                              ৪৫ টি।

১১) কৃষি যন্ত্রপাতির সংখ্যা:

ক) ট্রাক্টর:                                  ০২  টি।

খ) পাওয়ার টিলার:                        ১৩   টি।


 

১২) বি,সি,আই,সি সার ডিলার:          ০১     জন।

১৩) বি,এ,ডি,সি সার ও বীজ ডিলার:    ০০     জন।

১৪) খুচরা সার বিক্রেতা:                 ০২     জন।


১৫) ইউনিয়নে বস্নকের সংখ্যা:             ০২       টি।